উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধের সমস্যা নিয়ে আপনিও বিরক্ত হয়ে গেছেন তাই না?
এটি আসলেই বিরক্তকর। বর্তমান সময়ে প্রায় সকলেই ল্যাপটপ বা ডেস্কটপে মোবাইল হটস্পট
ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা দেয় হটস্পট অন বা
চালু করার সাথে সাথেই নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য ইন্টারনেট কানেকশন বন্ধ
হয়ে যায় এবং কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। তাই আসুন এই সমস্যার মূল কারণগুলো জানি
এবং সঠিকভাবে সেটিংস ঠিক করে সহজে উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধের সমাধান করি।
মনযোগ দিয়ে আর্টিকেলটি পরে সহজেই নিশ্চিত ভাবে সমাধান পেয়ে যাবেন।
পেজ সুচিপত্রঃ উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধের সমাধান
উইন্ডোজ ১০ হটস্পট হলো এমন একটি ফিচার যা আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে একধরনের
Wi-Fi রাউটার হিসেবে ব্যবহার করতে দেয়। এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে থাকা
ইন্টারনেট কানেকশন অন্য ডিভাইস যেমনঃ মোবাইল, ট্যাব বা অন্য কম্পিউটারে শেয়ার
করতে পারবেন। এটি মূলত ভার্চুয়াল নেটওয়ার্ক এডাপ্টর এবং ইন্টারনেট কানেকশন
শেয়ারিং সিস্টেমের মাধ্যমে কাজ করে।
যখন আপনি মোবাইল হটস্পট চালু করেন তখন উইন্ডোজ আপনার Wi-Fi অ্যাডাপ্টারের একটি
ভার্চুয়াল কপি তৈরি করে। এই ভার্চুয়াল অ্যাডাপ্টারই তখন হটস্পট হিসেবে কাজ করে।
এরপর ইন্টারনেট কানেকশন শেয়ারিং ফিচার আপনার মূল ইন্টারনেট কানেকশনকে সেই
ভার্চুয়াল অ্যাডাপ্টারের মাধ্যমে অন্য ডিভাইসে শেয়ার করে দেয়।
মানে আপনি যদি ব্রডব্যান্ড বা ল্যান কেবল দিয়ে ইন্টারনেট চালান সেটিই অন্য
ডিভাইসেও ব্যবহার করা সম্ভব হয়। অন্যদিকে যখন কোনো মোবাইল বা ট্যাব আপনার
হটস্পটে কানেক্ট হয় উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে তাকে একটি আইপি এড্রেস প্রদান করে।
এই কাজটি করে উইন্ডোজের বিল্ট-ইন DHCP সার্ভার।
ফলে সংযুক্ত ডিভাইসটি আপনার কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারে
একদম রাউটারের মতো করে। সহজভাবে বলতে গেলে উইন্ডোজ ১০ হটস্পট আপনার কম্পিউটারের
ইন্টারনেট কানেকশনকে অন্য ডিভাইসের মধ্যে ভাগ করে দেয় যেখানে সফটওয়্যার এবং
নেটওয়ার্ক সার্ভিস উভয়ই একসঙ্গে কাজ করে।
তবে অনেক সময় ড্রাইভার সমস্যা সিস্টেম বাগ বা সেটিংসজনিত কারণে এই হটস্পট
বারবার বন্ধ হয়ে যায়। তাই উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধের সমাধান জানা থাকলে
এই ফিচারটি আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন।
কেন উইন্ডোজ ১০ হটস্পট বন্ধ হয়ে যায়
উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধের সমাধান জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে কি
কারণে উইন্ডোজ ১০ হটস্পট বন্ধ হয়ে যায়। কারন জানা থাকলে সহজেই সমধান বের করা
যাবে। এই সমস্যা সাধারনত সফটওয়্যার, ড্রাইভার বা পাওয়ার সেটিংসজনিত কারণে হয়ে
থাকে। সাধারণ কারনগলো হলোঃ
পাওয়ার সেভিং মোড অন থাকা
পুরনো বা ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক ড্রাইভার
Internet Connection Sharing সার্ভিস বন্ধ থাকা
Idle Timeout সেটিং চালু থাকা
VPN বা ফায়ারওয়াল কনফ্লিক্ট
উইন্ডোজ আপডেটের কারণে
উপরোক্ত কারণগুলো চিহ্নিত করে একে একে চেক করে সমাধান করলেই উইন্ডোজ ১০
হটস্পট বারবার বন্ধের সমাধান করতে পারবেন। আসুন নিচে বিস্তারিত জানি কিভাবে
সেটিংস গুলো সমাধান করবেন।
পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস ঠিক করে দিন
অনেক সময় দেখা যায় ল্যাপটপে ইন্টারনেট ঠিকমতো চলছে কিন্তু কিছুক্ষণ পর উইন্ডোজ
১০ হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আবার চালু করলেন, কিছুক্ষণ পর আবার
বন্ধ হয়ে গেল। এই সমস্যার পেছনে একটি বড় কারণ হলো Power Management Settings।
উইন্ডোজ ১০ এ পাওয়ার সেভিং ফিচার থাকায় ব্যাটারি সেভ করতে গিয়ে সিস্টেম কিছু
সার্ভিস যেমন Wi-Fi অ্যাডাপ্টার, Bluetooth, এমনকি হটস্পট সার্ভিসও বন্ধ করে
দেয়। ফলে হটস্পট ঠিকভাবে স্থায়ী হয় না।
এই সমস্যা দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো Wi-Fi অ্যাডাপ্টারের পাওয়ার
ম্যানেজমেন্ট বন্ধ করা। এটি করলে আপনার ল্যাপটপ আর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক
সার্ভিস বন্ধ করবে না ফলে হটস্পট স্থায়ীভাবে অন থাকবে। তবে কাজ করার সময় অবশ্যই
সাবধনে কাজ করবেন। যেন ঠিক করতে গিয়ে আরো সমস্যা না হয়ে যায়। এখন চলুন দেখে নিই
কীভাবে এটি করবেন।
প্রথমে Start Menu থেকে প্রথমে Control Panel গিয়ে Power Options ওপেন করুন
তারপর যে পাওয়ার প্ল্যান চালু আছে সেটা নির্বাচন করে Chenge Plane Setting এ
ক্লিক করুন এরপর Chenge Advance Power Setting এ যান যেখানে Wereless Adapter
Settings থেকে Power Saving Mode অপশনটি Maximum Perfomance করে দিন দিয়ে Save
changes করুন। এতে করে আর হটস্পট বন্ধ হবে না।
এই কাজটি করে আপনি মূলত উইন্ডোজকে বলছেন আমার Wi-Fi অ্যাডাপ্টার বন্ধ করো না,
আমি এটা সবসময় অন রাখতে চাই। ফলে যখন আপনি হটস্পট চালু করবেন এটি আর ব্যাটারি
সেভার বা পাওয়ার সেটিংসের কারণে বন্ধ হয়ে যাবে না। এছাড়াও ল্যাপটপের Battery
Saver Mode বন্ধ রাখা উচিত। এজন্য Settings থেকে System থেকে Power and battery
তে গিয়ে Battery Saver অপশন Off করে দিন। এতে সিস্টেম নেটওয়ার্ক সার্ভিসে কোনো
বাধা দেবে না।
নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করার স্টেপস
উইন্ডোজ ১০ এ হটস্পট স্থিতিশীল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্ক
ড্রাইভার আপডেট করা। পুরনো বা ক্ষতিগ্রস্ত ড্রাইভারে অনেক সময় হটস্পট নিজে
থেকেই বন্ধ হয়ে যায়। তাই ড্রাইভার আপডেট করতে প্রথমে Device Manager থেকে
Network adapters অপশনে যান। তারপর আপনার Wi-Fi অ্যাডাপ্টার
সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করুন।
সাধারণত এটি Intel, Realtek বা Qualcomm এর নামে দেখা যায়। তারপর Update driver
এ গিয়ে Search automatically for drivers সিলেক্ট করুন। Windows যদি সর্বশেষ
ড্রাইভার খুঁজে না পায় তবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি ডাউনলোড ও ইনস্টল
করুন। ড্রাইভার ইনস্টল হয়ে গেলে কম্পিউটার রিস্টার্ট দিন।
ড্রাইভার আপডেটের পরে অনেক ক্ষেত্রেই Advanced ট্যাবে Power Options চলে আসে
যেখানে Wi-Fi অ্যাডাপ্টারের Power Saving Mode অপশনটি Disabled বা Maximum
Performance সিলেক্ট করলে উইন্ডোজ আর ব্যাটারি সেভ করার কারণে হটস্পট বন্ধ করবে
না। এইভাবে আপনার উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধ হওয়া সমস্যা অনেকাংশে সমাধান
হয় এবং হটস্পট স্থায়ীভাবে অন থাকে।
Internet Connection Sharing ICS সার্ভিস চালু করুন
Internet Connection Sharing (ICS) হলো উইন্ডোজ ১০ এর একটি গুরুত্বপূর্ণ
সার্ভিস যা আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন অন্য ডিভাইসের সাথে শেয়ার করার
কাজ করে। হটস্পট চালু থাকলেও যদি ইন্টারনেট কানেকশন শেয়ারিং সার্ভিস বন্ধ থাকে
তাহলে উইন্ডোজ ১০ হটস্পট নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে। এটি হটস্পটের
সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি।
ICS সার্ভিস চালু করতে প্রথমে Run (Windows + R) চাপুন এবং টাইপ করুন
services.msc তারপর Enter দিন। Services উইন্ডো খুললে লিস্ট থেকে Internet
Connection Sharing (ICS) সার্ভিস খুঁজুন। এবার সার্ভিসের উপর ডাবল ক্লিক করুন।
Properties উইন্ডোতে Startup type হিসেবে “Automatic” সিলেক্ট করুন। যদি
সার্ভিস বন্ধ থাকে তাহলে Start বাটনে ক্লিক করে চালু করুন। শেষমেষ Apply বা OK
দিন।
ICS সার্ভিস চালু রাখলে উইন্ডোজ ১০ হটস্পট স্থিতিশীল থাকে এবং আপনার
কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা সম্ভব হয়। এটি হটস্পটের
মূল কাজের জন্য অপরিহার্য তাই নিশ্চিত করতে হবে সার্ভিসটি সবসময় সক্রিয় আছে
কিনা। এই একাধিক ধাপ অনুসরণ করলে উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধ হওয়ার সমস্যা
অনেকাংশে দূর হয় এবং হটস্পট স্থায়ীভাবে চলতে থাকে।
Idle Timeout সেটিং চালু করুন
উইন্ডোজ ১০ হটস্পট অনেক সময় Idle Timeout সেটিং এর কারণে বন্ধ হয়ে যায়। Idle
Timeout হলো এমন একটি ফিচার যা নির্দিষ্ট সময়ের জন্য হটস্পট ব্যবহার না হলে
স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যদি এটি চালু থাকে তাহলে হটস্পট অন থাকলেও
কিছুক্ষণ পর অন্য ডিভাইসে কোনো ডেটা ট্রান্সফার না হলে উইন্ডোজ হটস্পট
বন্ধ করে দেয়। যার কারনে আপনার ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার করতে পারে না।
Idle Timeout চেক ও পরিবর্তন করতে প্রথমে আপনাকে Settings থেকে Network and
Internet অপশন থেকে Mobile Hotspot এ যান। সেখানে Turn off automatically when
no devices are connected অপশনটি খুঁজুন। যদি এই অপশনটি On থাকে তাহলে হটস্পট
ব্যবহারের সময় ব্যর্থতার কারণে বন্ধ হয়ে যেতে পারে। এটি Off করে দিন। এখন
হটস্পট ব্যবহারের সময় আর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে না।
VPN বা ফায়ারওয়াল কনফ্লিক্টের কারণে হটস্পট বন্ধ
উইন্ডোজ ১০ হটস্পট অনেক সময় VPN বা তৃতীয় পক্ষের ফায়ারওয়াল সফটওয়্যারের সঙ্গে
কনফ্লিক্টের কারণে বন্ধ হয়ে যেতে পারে। VPN সার্ভিস আপনার কম্পিউটারের
ইন্টারনেট ট্রাফিক অন্য সার্ভারের মাধ্যমে রিডাইরেক্ট করে আর কিছু ফায়ারওয়াল
নেটওয়ার্ক প্যাকেট ব্লক করে। এর ফলে উইন্ডোজ হটস্পট সঠিকভাবে Virtual
Adapter তৈরি করতে পারে না বা ইন্টারনেট কানেকশন শেয়ারিং সার্ভিসের সাথে সংঘর্ষ
হয়। যার কারণে হটস্পট অন থাকলেও কয়েক মিনিট পর বন্ধ হয়ে যায়।
এই সমস্যা চেক করতে VPN বা ফায়ারওয়াল অস্থায়ীভাবে অফ করে হটস্পট চালু করুন। যদি
হটস্পট ঠিকভাবে কাজ করে তাহলে নিশ্চিত হওয়া যায় সমস্যা VPN বা ফায়ারওয়াল
কনফ্লিক্টের কারণে। এর সমাধান হিসেবে VPN ব্যবহার না করার সময় হটস্পট চালু
রাখুন বা ফায়ারওয়ালে হটস্পট এবং ICS সার্ভিসকে Allow বা Exemption হিসেবে সেট
করুন।
Windows Defender Firewall এর ক্ষেত্রে Settings থেকে Update and Security থেকে
Windows Security থেকে Firewall and network protection থেকে Allow an app
through firewall থেকে Mobile Hotspot ও ICS সার্ভিসকে অনুমোদন দিন। এইভাবে VPN
ও ফায়ারওয়াল কনফ্লিক্ট ঠিক করলে Windows 10 হটস্পট স্থিতিশীল থাকে এবং অন্যান্য
ডিভাইসের সাথে ইন্টারনেট শেয়ার করা যায়। এটি নিশ্চিত করে যে হটস্পট
স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে না।
উইন্ডোজ আপডেট না থাকার কারণে হটস্পট বন্ধ
উইন্ডোজ ১০ হটস্পট অনেক সময় হঠাৎ করে বন্ধ হওয়ার একটি সাধারণ কারণ হলো উইন্ডোজ
আপডেট। নতুন আপডেট ইনস্টল করার পর সিস্টেমের নেটওয়ার্ক কনফিগারেশন ড্রাইভার বা
সার্ভিসে পরিবর্তন আসে যা হটস্পটের কার্যকারিতা প্রভাবিত করতে পারে।
উদাহরণস্বরূপ Windows Update নতুন নেটওয়ার্ক ড্রাইভার ইনস্টল করতে পারে বা
পুরনো ড্রাইভারকে অপ্রয়োজনীয়ভাবে পরিবর্তন করতে পারে।
এর ফলে Wi-Fi অ্যাডাপ্টার ঠিকভাবে কাজ করতে পারে না ইন্টারনেট কানেকশন শেয়ারিং
সার্ভিসে সমস্যা আসে অথবা মোবাইল হটস্পট সেটিংস পূর্বের মতো স্থায়ী থাকে না।
কিছু সময় Windows Update এর বাগও হটস্পট বন্ধ হওয়ার জন্য দায়ী হয়। যেমন কিছু
আপডেটে মোবাইল হটস্পট, Idle Timeout বা পাওয়ার ম্যানেজমেন্ট সেটিং অটোমেটিক
পরিবর্তিত হয়ে যায় যার কারণে হটস্পট ব্যবহার না করলেও কিছুক্ষণ পর বন্ধ হয়ে
যায়।
এছাড়া নতুন আপডেটের সঙ্গে ভিপিএন বা ফায়ারওয়াল কনফ্লিক্ট তৈরি হওয়ার সম্ভাবনাও
থাকে যা হটস্পটের স্থায়িত্বকে প্রভাবিত করে। সমাধান হিসেবে প্রথমে নিশ্চিত করতে
হবে সব আপডেট সঠিকভাবে ইনস্টল হয়েছে। Settings থেকে Update and Security থেকে
Windows Update থেকে Check for updates এ গিয়ে Pending Update ইনস্টল
করুন।
যদি হটস্পটের সমস্যা নতুন আপডেটের পর শুরু হয় তবে আপনি System Restore ব্যবহার
করে পূর্বের স্থিতিশীল পয়েন্টে ফিরতে পারেন। এছাড়া হটস্পট, ICS সার্ভিস এবং
Wi-Fi ড্রাইভারগুলো আপডেট বা রিসেট করা উচিত। Mobile Hotspot এ Idle Timeout
এবং Power Mode সঠিকভাবে সেট করা থাকলে অনেক সময় আপডেটের পরও হটস্পট স্থায়ীভাবে
কাজ করে।
ডিভাইস গরম হওয়ার কারণে বন্ধ হওয়া
উইন্ডোজ ১০ হটস্পট অনেক সময় ডিভাইস গরম হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে
যায়। হটস্পট চালু রাখলে Wi-Fi অ্যাডাপ্টার এবং ইন্টারনেট শেয়ার করার সার্ভিস
ক্রমাগত কাজ করে যা CPU এবং নেটওয়ার্ক চিপের তাপমাত্রা বাড়িয়ে দেয়। যদি ল্যাপটপ
বা পিসি অতিরিক্ত গরম হয় তাহলে উইন্ডোজ হার্ডওয়্যারকে রক্ষা করার জন্য
স্বয়ংক্রিয়ভাবে কিছু সার্ভিস বন্ধ করে দেয়। এর মধ্যে হটস্পট সার্ভিসও পড়তে
পারে।
ফলে হটস্পট হঠাৎ বন্ধ হয়ে যায়। ডিভাইস গরম হওয়ার সমস্যা কমানোর জন্য প্রথমে
নিশ্চিত করুন যে আপনার ল্যাপটপ বা পিসি পর্যাপ্তভাবে ভেন্টিলেশন বা হাওয়া
প্রবাহ পাচ্ছে। ল্যাপটপ ব্যবহার করলে সোজা পৃষ্ঠের উপর রাখুন সফট প্লাস্টিক বা
বিছানার উপর না রাখাই ভালো। অতিরিক্ত গরম হলে কুলিং প্যাড বা ফ্যান ব্যবহার
করতে পারেন।
এছাড়া ব্যাকগ্রউন্ড এ চলমান বড় অ্যাপ বা গেম বন্ধ করলে CPU লোড কমে যায় এবং
হটস্পট স্থিতিশীল থাকে। সফটওয়্যার দিক থেকেও নিশ্চিত করুন যে Wi-Fi ড্রাইভার
এবং উইন্ডোজ আপডেট সর্বশেষ ভার্সনে আছে। পুরনো ড্রাইভার বা বাগযুক্ত আপডেট
হটস্পটকে অতিরিক্ত লোডের জন্য বেশি গরম হতে দেয়। পাওয়ার মোড হাই পার্ফমেন্সে
রাখলেও যদি ডিভাইস গরম থাকে তবে হটস্পট বন্ধ হতে পারে।
উপসংহারঃ উইন্ডোজ ১০ হটস্পট বারবার বন্ধের সমাধান
উইন্ডোজ ১০ হটস্পটের বারবার বন্ধ হওয়ার সমস্যা অনেক কারণে হতে পারে। যেমন
পুরনো বা অপ্রয়োজনীয় ড্রাইভার, Power Management সেটিং, ICS সার্ভিস বন্ধ থাকা,
Idle Timeout, VPN বা ফায়ারওয়াল কনফ্লিক্ট, ডিভাইসের অতিরিক্ত গরম এবং
থার্ড-পার্টি সফটওয়্যার। তবে প্রতিটি সমস্যার নির্দিষ্ট সমাধান আছে। ড্রাইভার
আপডেট, ICS চালু রাখা, Idle Timeout ও Power Mode ঠিক করা, VPN বা ফায়ারওয়াল
কনফ্লিক্ট ঠিক করা এবং ডিভাইসকে ঠান্ডা রাখা এসব নিয়ম মেনে চললে হটস্পট স্থিতিশীল
এবং নির্ভরযোগ্যভাবে চালানো সম্ভব।
সঠিকভাবে এই ধাপগুলো অনুসরণ করলে Windows 10 হটস্পট স্থায়ীভাবে চালু থাকবে এবং
আপনি যেকোনো ডিভাইসে সহজেই ইন্টারনেট শেয়ার করতে পারবেন। তাই সমস্যার উৎস চিহ্নিত
করে প্রয়োজনীয় সমাধান অবলম্বন করলেই হটস্পটের স্বয়ংক্রিয় বন্ধ হওয়ার সমস্যা
পুরোপুরি দূর করা সম্ভব। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা নতুন কিছু জানার থাকলে
কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ!
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। আমি অনলাইন বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে সাহায্য করি।
উদায় ফ্লোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url