কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব থেকে ইনকামের কথা আসলেই প্রথমে আসে গুগল এডসেন্স এর কথা। গুগল এডসেন্স ব্যবহার করে আমরা সহজেই ঘরে বসেই ইনকাম করতে পারি। আপনার যদি একটি ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনিও খুব সহজেই গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আজ আমরা জানবো কীভাবে খুব সহজে গুগল এডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। 

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হলো গুগলের একটি প্রোগ্রাম যা বিজ্ঞাপন প্রদান করে। সহজ ভাষায় গুগল এডসেন্স ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেলে এডস দেখাতে পারবেন আপনার পাঠক বা ভিজিটরদের। এবং এর বিনিময়ে গুগল আপনাকে পেমেন্ট করবে। যখন কেউ আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে এবং গুগল প্রদত্ত এডস গুলো দেখবে বা ক্লিক করবে তখন তার বিনিময়ে আপনি টাকা পাবেন।

কেন গুগল এডসেন্স ব্যবহার করব

গুগল এডসেন্স হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যা অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় সহজ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য। গুগল এডসেন্স ব্যবহার করে আপনি বিশ্বের যেকোন স্থান থেকে ডলার ইনকাম করতে পারবেন একদম ফ্রিতেই কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। আপনি একটি কনটেন্ট লিখলেন এবং এডস যুক্ত করলেন এখন সেটা থেকে আপনি প্রতিদিন বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন। অথাৎ আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম চলতে থাকবে। গুগল এডসেন্স গুগলের অফিশিয়াল প্রোগ্রাম হওয়াই এটি বৈধ ও বিশ্বাস যোগ্য।

গুগল এডসেন্স একাউন্ট খুলতে যা প্রয়োজন

  • একটি জিমেইল প্রয়োজন।
  • একটি ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল।
  • ইউটিউবের ক্ষেত্রে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন।
  • ওয়েবসাইটে অন্তত ১৫-২০ টি নিজের লিখা আর্টিকেল থাকা লাগবে।
  • নিয়মিত পোস্ট করতে হবে।
  • যোগাযোগ, আমাদের সম্পর্কে, গোপনীয়তা পেজগুলো থাকতে হবে।

গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম

গুগলে এডসেন্স একাউন্ট খোলার জন্য প্রথমে Google AdSense এর অফিসিয়াল পেজে যেতে হবে। একটি এডসেন্স একাউন্ট খোলার জন্য শুরু করুন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে সেখানে আপানর ওয়েবসাইটের লিঙ্কটি দিতে হবে। একটি ইমেইল ঠিকানা দিতে হবে। ইমেইলটি যেন আপনার ব্যবহারকৃত ইমেইল হয়। এরপর আপনি যদি এডসেন্স কতৃক টিপস এবং গাইড সম্পর্কৃত ইমেইল পেতে চান তবে তবে Yes বাটনে ক্লিক করে Save and continue করুন।
এরপর আপনার দেশ হিসেবে বাংলাদেশ বা আপনি যে দেশে বাস করেন সেই দেশটি সিলেক্ট করুন। এবার নিচে থাকা Terms & condition এ টিক চিহ্ন দিয়ে Create account বাটনে ক্লিক করুন। এবার আপনার গুগল এডসেন্স একাউন্ট তৈরির প্রথম ধাপ সম্পূর্ণ হবে। এখানে অবশ্যই নিজের দেশটি সিলেক্ট করবেন। 

এডসেন্স ড্যাশবোর্ড সেটআপ

এইবার আপনি আপনার এডসেন্স ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এখানে আপনাকে কিছু গুরুত্ব পূর্ণ স্টেপ সম্পূর্ন করতে হবে। যেমন: Address verification, Payment information, Ads setup ইত্যাদি সেটআপ করতে হবে। 

ঠিকানা সেপআপ দেওয়ার জন্য আপনাকে Payment information এ ক্লিক করবেন। এবার আপনার কাছে কিছু তথ্য চাইবে। এখানে Account type এর জায়গায় অবশ্যই Individual রাখতে হবে। এবার আপনার সম্পূর্ন নাম, ঠিকানা, শহর, পোস্ট কোড, দিতে হবে। অবশ্যই আপনার NID কার্ডের সাথে মিল থাকতে হবে। অবশ্যই নিজের সঠিক ঠিকানা ব্যবহার করবেন। কারণ আপনার এই ঠিকানাই ভেরিফিকেশন পিন ও পেমেন্ট হবে। তাই কোনো অবস্থাতেই এইসব বিষয় ভুল করা যাবে না। এবার আপনার ফোন নম্বর যুক্ত করুন। ফোন নম্বর দেওয়ার আগে নিজের কান্ট্রি কোড যুক্ত করবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এডসেন্স একাউন্ট খোলা হয়ে যাবে। 

ওয়েবসাইটে এডসেন্স কোড বসানো

এবার ওয়েবসাইটে  এডসেন্স কোড বসাতে হবে। গুগল আপনাকে একটি HTML কোড দিবে। এই কোডটি আপনাকে আপনার ওয়েবসাইটের <head> সেকশনে বসাতে হবে। সিম্পুল ভাবে কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করবেন। তারপর গুগল এডসেন্স একাউন্টে এসে I’ve pasted the code বাটনে ক্লিক করবেন। 

ওয়েবসাইট রিভিউ ও এডস চালু করা

এই ধাপ গুলো সফল ভাবে পূর্ণ করা হয়ে গেলে গুগল আপনার ওয়েবসাইটকে রিভিউ করবে। সাধারন ক্ষেত্রে ৭ দিনের মধ্যে রেজাল্টা চলে আসে। রিভিউ শেষ হলে ‍আপনার একাউন্টটি অনুমোদিত হয়ে যাবে এবং এপ্রুভ দেখাবে। এবং যদি কোন কিছু ভুল থেকে থাকে তাহলে গুগল তা আপনাকে জানিয়ে দিবে। পরে তা ঠিক করে আপনি আবার সাবমিট করতে পারবেন। চেষ্টা করবেন যেন প্রথম বারেই এপ্রুভ হয়ে যায়। এপ্রুভ হয়ে গেলে আপনি আপনার ওয়েবসাইটে এডস দেখাতে পারবেন। এরপর আপনি আপনার ওয়েবসাইটে এডস দেখানোর জায়গা তৈরি কারে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে পারবেন এবং কেউ বিজ্ঞাপন দেখবে বা ক্লিক করবে তখন আপনার ইনকাম হবে। 

পেমেন্ট সেটআপ করুন

আপনার আয় যখন $১০ হবে তখন গুগল আপনাকে আপনার ঠিকানায় একটি পিন কোড পাঠাবে। তাই আপনার ঠিকানা গুলো সঠিকভাবে পূরন করা খুবই জরুরী। আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় গুগল সেই পিন পাঠাবে। এবার এই পিন পেয়ে গেলে আপনার এডসেন্স একাউন্টে গিয়ে Verify Address এ পিন টি বসাতে হবে। সফলভাবে পিন বসানো হয়ে গেলে যখন আপনার আয় $১০০ বা তার চেয়ে বেশি হবে তখন আপনি আপনার ব্যাংক একাউন্টে টাকা তুলতে পারবেন

 ব্যাংক একাউন্ট যুক্ত করা ও পেমেন্ট নেওয়া

এডসেন্সে লগইন করে Add payment method ‍এ ক্লিক করুন। এবার আপনার ব্যাংক একাউন্ট তথ্য ‍দিন। আপনার নাম দিন আপনার একাউন্ট নামের সাথে মিল করে। একাউন্ট নম্বর দিন যেন ভুল না হয়। ব্যাংক নাম এবং কোন ব্রাঞ্চ তা সিলেক্ট করুন। যে ব্যাংক সিলেক্ট করেছেন তার SWIFT বা BIC কোড বসান। এবার Set as primary সিলেক্ট করে সেভ করুন। এখন আপনার একাউন্ট পেমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত। গুগল সাধারনত প্রতি মাসের ২১-২৬ তারিখের মধ্যে পেমেন্ট দেয়। দেশ ও ব্যাংক ভেদে ২-৭ দিনের মধ্যে ব্যাংকে টাকা পৌঁছাবে।

উপরের স্টেপ গুলো ফলো করে আপনিও আপনার গুগল এডসেন্স একাউন্ট খুলতে পারবেন। যদি কোনো জায়গা বুঝতে বা কোন প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। 




















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উদায় ফ্লোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url