আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম - আপওয়ার্কে কাজ পাওয়ার উপায়

 আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম জানা একজন ফ্রিল্যান্সার বা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফ্রিল্যান্সিং ‍স্কিলসকে আরও একধাপ 

আপওয়ার্ক-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম

এগিয়ে নিতে এবং বৈদেশিক মুদ্র উর্পাজনে আপওয়ার্ক অ্যাকাউন্ট বিকল্প নেই। আজ আমি কীভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা যায় তা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের পোষ্টটি আপনার জন্য উপকারি হবে।

পেজ সুচিপত্রঃ আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম

আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন?

আপওয়ার্কে কাজ করার জন্য সঠিক ভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম জানা খুবই জরুরী। প্রোফেশনালভাবে অ্যাকাউন্ট খোলা না হলে কাজ পাওয়া কষ্টকর হয়ে দাড়াবে। আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার নিয়ম খুবই সহজ। আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপওয়ার্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। উপরের ডানদিকে থাকা Sign Up বা Join বাটনে ক্লিক করে “Join as a Freelancer” নির্বাচন করুন। 

এরপর আপনার গুগল/মাইক্রোসফট/ইমেইল দিয়ে রেজিস্টার করুন। ইমেইল দিলে ভেরিফিকেশন করলে একটি ভেরিফিকেশন মেসেজ বা কোড আপনার ইমেইলে পাঠানো হবে। আপনার ইমেইলে গিয়ে সেই মেইলে ক্লিক করে নিশ্চিত করবেন। পরের ধাপে আপনাকে নাম, অবস্থান (country), মুদ্রা প্রাধান্য (billing currency) ইত্যাদি বেসিক তথ্য দিতে হবে। 

অ্যাকাউন্ট টাইপ Individual বা Agency ঠিক করে নিন। আপনি যদি নিজেই কাজ করেন এবং পার্সোনাল একাউন্ট খুলেন তবে Individual এবং যদি এজেন্সির জন্য একাউন্ট খুলেন তবে সেখানে  Agency তে ক্লিক করেন। একবার বেসিক তথ্য দিলে প্রোফাইল সম্পূর্ণ করার অপশন দেখাবে । এবং আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে।

প্রথমিক ধাপে কিছু প্রশ্নের উত্তর দিন

প্রথম ধাপে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমনঃ আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে হবে। খুবই সুন্দর করে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপন করবেন। আপওয়ার্কে আপনি কী উদ্দ্যেশে এসেছেন তা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আপওয়ার্ক কী আপনার কাজের প্রধান উৎস নাকি ২য় কাজের উৎস। আপনি জব পাওয়ার চেষ্টা করবেন নাকি অভিজ্ঞতা অর্জন করতে আসছেন। আপনার উদ্দ্যেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারনা দিন আপওয়ার্ক কতৃপক্ষকে। আপনি কোন ধরনের কাজ করতে পছন্দ করেন তা সম্পর্কে জানান। এসকল প্রশ্ন আপনি চাইলে স্কিপ করতে পারবেন।

আপনি কী কাজ করতে চান সে সম্পর্কে তথ্য দিন 

আপনি আপওয়ার্কে কোন ধরনের কাজ করতে চান সে বিষয়ে তথ্য দিন। আপনি আপনার প্রোফাইলে বেশ কিছু দক্ষতা যুক্ত করুন। আপনি যে কাজ করেন যেমনঃ ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি। তবে সাধারনত ১০ থেকে ১৫ টি দক্ষতা যুক্ত করা ভালো যদি আপনার সেসকল দক্ষতা থাকে। দক্ষতা নেই এমন বিষয় যদি আপনি  উল্লেখ করেন এবং ক্লায়েন্ট যদি তা বুঝতে পারে আপনি তার সাথে প্রতারণা করার চেষ্ঠা করছেন তবে সে আপনাকে কম রেটিং দিতে পারে । 

আরও পড়ুনঃ মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

ফলসরূপ আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে আপনাকে হায়ার করবে কী না সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে। তাই আপনি অবশ্যই আপনার সম্পর্কে আপনার কাজ সম্পর্কে ক্লায়েন্টকে সুস্পষ্ট ধারনা দিবেন। যেসব বিষয়ে আপনি এক্সপার্ট সে বিষয়গুলো অল্প ভাষায় সুন্দর ভাবে হাইলাইট করুন।

আপনার দক্ষতার একটি লিস্ট তৈরি করুন

আপনার প্রোফাইলে ১০ থেকে ১৫ টি দক্ষতা যুক্ত করতে পারবেন। তাই অবশ্যই  আপনি যেসব বিষয়ে দক্ষ শুধুমাত্র সে সকল বিষয় গুলোই উল্লেখ করবেন। যদি আপনার কোন টপিক সম্পর্কে স্পষ্ট ধারনা থাকে তবে সেই স্কিলস ও যুক্ত করতে পারেন। তাবে এমন কোনো বিষয় উল্লেখ করবেন না যা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতাই নেই বা কোনো ধারনায় নেই। 

আপনি যদি এমন কোনো স্কিল যুক্ত করেন যা নিয়ে আপনার কোনো ধারনা নেয় আর ক্লায়েন্ট আপনাকে সেই কাজের জন্য হায়ার করে কাজ না পাই এবং বুঝতে পারে যে আপনি তার সাথে প্রতরনা করার চেষ্টা করছেন তবে সে আপনাকে কম রেটিং দিবে ফলে ভবিষৎে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই অতিরিক্ত স্কিল যুক্ত করার লোভে এমন কাজ করবেন না।    

কাজের টাইটেল দিন

আপনার প্রোফাইলে একটি আকর্ষণীয় টাইটেল ‍দিন। চেষ্টা করবেন যেন আপনার টাইটেল যেন ছোট (২ থেকে ৬ শব্দের মধ্যে হয়), পরিষ্কার এবং আপনার কাজকে বুঝাবে। আপনি যেই কাজে এক্সপার্ট এবং যি কাজ নিয়ে আপওয়ার্কে কাজ করতে চান তা নিয়ে সংক্ষেপে লিখবেন। বিশেষ করে ক্লায়েন্টরা যে ধরনের কীওয়ার্ড লিখে সার্চ করে সে সকল কীওয়ার্ড ব্যবহার করুন যেন সার্চ দিয়ে ক্লায়েন্ট আপনার প্রোফাইল খুজে পাই। 

আপওয়ার্ক-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম

যেমন ধরেন আপনি Digital Marketing এর কাজ করেন তাহলে আপনি টাইটেল দিবেন Social Media Marketing Specialist বা SEO & Google Ads Expert । আবার আপনি যদি Graphic Design এর কাজ করে থাকেন  তবে টাইটেল দিবেন Graphic Designer বা Professional Photoshop Editor। এইভাবে আপনার টাইটেল বার সাজিয়ে তুলবেন। 

পূর্বের কাজের অভিজ্ঞতা যোগ করুন

এই বিষয়টি আপনাকে কাজ পেতে এবং ক্লায়েন্টের ট্রাস্ট অর্জন করতে সাহায্য করবে। আপনি পূর্বে যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন বা মার্কেটপ্লেসের বাইরে কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তবে সে প্রতিষ্ঠানের বা ক্লায়েন্টের নাম সহ কাজের বর্ণনা ‍দিবেন। এতে আপনার প্রোফাইলের ওয়েট বাড়বে। আপনি অন্য কোনো প্লাটফর্মে কাজ করে থাকলে ঐ প্লাটফর্মের পারফর্মেন্স উল্লেখ করতে পারেন। আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তবে স্কিপ করতে পারেন। 

আপনার শিক্ষাগত যোগ্যতা যুক্ত করুন

আপনি কোন স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান থেকে পড়ালিখা করেছেন বা কোন ডিগ্রি অর্জন করেছেন তা উল্লেখ করুন। এখানে কোনো বাধ্যকতা নেয় যে একাউন্ট খোলার জন্য বা কাজ পাওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি হতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যদি কোনো ট্রেনিং করে থাকেন বা কোনো প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে থাকেন তাহলে সেগুলো অবশ্যই উল্লেখ করবেন। যেমন কম্পিউটার ট্রেনিং বা এই ধরনের কোনো ট্রেনিং সার্টিফিকেট থাকলে তাও যুক্ত করতে পারেন। 

ভাষার দক্ষতা উল্লেখ করুন

আপনি যেসব ভাষায় স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন সেগুলো প্রোফাইলে যুক্ত করুন। যার ফলে ওই ভাষাভাষী ক্লায়েন্টরা আপনাকে কাজ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ‍দিবে। বিশেষ করে মার্কেটপ্লেস গুলোতে ইংরেজী ভাষার উপর দক্ষতা থাকলে কাজ পেতে এবং ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। কোন ক্ষেত্রে আপনি যদি কাজে একটু কম দক্ষ হয়ে থাকেন কিন্তু ভালোভাবে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারেন তবে ক্লায়েন্ট আপনাকে যোগাযোগের সুবিধার্তে কাজ ‍দিতে চাইবে। তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 

বায়ো তৈরি করুন

বায়ো হলো আপনার প্রোফাইলের সেই অংশ যেখানে আপনি নিজেকে এবং আপনার কাজকে ছোট আকারে ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দেন। ক্লায়েন্ট আপনার বায়ো পড়ে আপনার সম্পর্কে বুঝার চেষ্টা করবে। যেমন আপনি কী কাজ করেন, আপনার কী দক্ষতা আছে বা আপনি একজন ক্লায়েন্টকে কীভাবে সাহায্যে করতে পারবেন। 

আরও পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখে আয় করুন ঘরে বসে

একটি ভালো ফ্রিল্যান্সিং বায়োতে যা যা থাকা উচিত:

  1. নিজের পরিচয় → নাম বা পরিচয় দিয়ে শুরু করুন (যেমন:Digital Marketer, Graphic Designer, Web Developer)
  2. দক্ষতা ও অভিজ্ঞতা → আপনার কোন কোন স্কিল আছে, কতদিন ধরে কাজ করছেন।
  3. ক্লায়েন্টকে কীভাবে সাহায্য করবেন → ক্লায়েন্টের সমস্যা কীভাবে সমাধান করবেন সেটা লিখবেন।
  4. প্রফেশনাল টোন → সংক্ষিপ্ত, স্পষ্ট এবং প্রফেশনাল ভাষা ব্যবহার করবেন।
  5. Call to Action (CTA) → শেষে ক্লায়েন্টকে আমন্ত্রণ জানানো যায় (যেমন: Let’s work together to grow your business!)।

ক্যাটাগরি নির্বাচন করুন

আপনি কোন ধরনের কাজ করতে চান সেটা ঠিক করে সেই অনুযায়ী বিভাগ বা ক্যাটাগরি বেছে নিন।কারন ক্লায়েন্টরা কাজ পোস্ট করার সময় ক্যাটাগরি অনুযায়ী খুঁজে। আপনি যদি ভুল ক্যাটাগরি নিয়ে থাকেন যা আপনার স্কিলসের সাথে না মিলে তবে আপনার প্রোফাইল সেই ক্লায়েন্টদের সামনে আসবে না। ফলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সঠিক ক্যাটাগরি আপনার স্কিলকে হাইলাইট করে এবং বেশি কাজ পাওয়ার সুযোগ তৈরি করে দেয়।

ঘন্টা প্রতি রেট সেট করুন

পেমেন্ট সেটআপ হিসেবে তথ্য দিন। আপনি একঘন্টা কাজ করে ক্লায়েন্ট থেকে কত টাকা নিবেন সেটি যুক্ত করুন। ঘন্টা প্রতি রেট যুক্ত করার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি একবারেই নতুন হন তবে রেট কম রাখবেন । যেমন $3 – $7 প্রতি ঘন্টা। এই ভাবে অভিজ্ঞতা অনুযায়ী রেট বাড়াবেন। ক্যাটাগরি ভেদে রেট কম বেশি হতে পারে।  কয়েকটা প্রযেক্ট সফলভাবে শেষ হলে এবং কাজের অভিজ্ঞতা বাড়লে ক্লায়েন্ট আপনাকে বেশি রেট দিয়ে হায়ার করবেন কাজ করার জন্য।

আপনার প্রোফাইল পিকচার যুক্ত করুন

আপওয়ার্ক প্রোফাইল পিকচার আপনার প্রোফাইলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ক্লায়েন্টরা প্রথমেই আপনার ছবিটা দেখে প্রথম ইমপ্রেশন নেয়। প্রোফাইল পিকচার দেওয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন-

  • আপনার মুখটা যেন পরিষ্কার দেখা যায়। 
  • হালকা রঙের বা সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন। 
  • ছবির সাইজ: ২৫০×২৫০px বা তার বেশি হয়। 
  • ছবির ফরম্যাট jpg বা png হবে।
আপওয়ার্ক-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
ছবি আপলোড করার পর আপনার সাথে যোগাযোগের তথ্য যুক্ত করুন। এই বার সাবমিট করলে আপনার প্রোফাইল সফল ভাবে পূরণ করা কমপ্লিট হবে। আপনি যদি আপনার প্রোফাইল ১০০% কমপ্লিট করতে পারেন তাহলে অনেক ভালো। এর ফলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে আপনি ১০০% কমপ্লিট করতে না পারলেও পরে সেটি আপডেট করতে পারবেন। আপনি যদি Top Rated freelancer হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল ১০০ ভাগ কমপ্লিট করতে হবে। এ মধ্যে অবশ্যই থাকতে হবে:-
  • একটি পোর্টফোলিও অবশ্যই থাকতে হবে।
  • যেকোন বিষয়ে  ডিগ্রি বা ডিপ্লোমা যুক্ত করতে হবে।
  • আপনার অর্জিত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
  • ভিডিওর মাধ্যমে আপনার পরিচয় যুক্ত করতে হবে।
  • অভিজ্ঞতা ও দক্ষতা যুক্ত করতে হবে।

যে সকল ভুল কোন ক্রমেই করা যাবে না 

আপনি যেসব বিষয়ে দক্ষ বা অভিজ্ঞতা আছে শুধুমাত্র সেসকল বিষয় গুলোই দিবেন। অতিরক্ত কোন বিষয় যুক্ত করবেন না। ক্লায়েন্ট আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ দিবে। আপনি যদি আপনার দক্ষতা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হন তবে ক্লায়েন্ট আপনাকে প্রতারক ভেবে নেগেটিভ রিভিউ দিবে। যেটা আপনার জন্য মোটেও সুখকর হবে না। 

প্রোফাইল বায়োতে অতিরিক্ত শব্দ যুক্ত করবেন না। ক্লায়েন্টদের  এত সময় নেই যে আপনার প্রোফাইল বায়ো খুব ভালো করে দেখবে। তাই সংক্ষিপ্ত ভাষায় তথ্যবহুল ভাবে ডেসক্রিপশন ‍লিখবেন যেন ক্লায়েন্ট ইম্প্রেসড হয়। সঠিক সার্ভিস রেট যুক্ত করবেন। আপনি প্রাথমিক অবস্থায় চেষ্টা করবেন বাজার যাচাই করে প্রতিযোগিতামূলক ও কম সার্ভিস রেট যুক্ত করতে। 

এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেরে যাবে। প্রোফাইল পিকচার সঠিক ভাবে দিন। আপনার প্রোফাইল পিকচার ক্লায়েন্টের উপর প্রথম ইম্প্রেশন ফেলে তাই সঠিকভাবে নিজের ছবি যুক্ত করুন। কার্টুন/অ্যাভাটার ছবি লাগানো যাবে না। গ্রুপ ফটো দেওয়া থেকে বিরত ধাকুন। অতিরিক্ত এডিট বা ফিল্টার দেওয়া ছবি দিবেন না। হাসি বা ফ্রেন্ডলি এক্সপ্রেশন যুক্ত ছবি ক্লায়েন্টদের কাছে আরও বিশ্বাসযোগ্য মনে হয়।

উপসংহারঃ আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম

আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম যতটা সহজ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করা। একটি পেশাদার প্রোফাইল সেটআপ করলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ভিত্তি শক্ত হয় এবং ক্লায়েন্টদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা দ্রুত বাড়ে। প্রথমে সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি, তারপর প্রোফাইলে বিস্তারিত দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা, পেশাদার প্রোফাইল ছবি এবং প্রয়োজন অনুযায়ী ঘন্টা প্রতি রেট ঠিক করা। এই প্রতিটি ধাপ আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।

নতুনদের জন্য ধৈর্য, সঠিক প্রোফাইল অপটিমাইজেশন এবং নিয়মিত জব অ্যাপ্লাই করাই সফলতার প্রধান চাবিকাঠি। সঠিকভাবে প্রোফাইল তৈরি করতে পারলে আপওয়ার্ক থেকে আয় করা আর কঠিন নয় বরং এটি হয়ে ওঠে আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে নিজের দক্ষতা প্রদর্শনের সেরা সুযোগ। তাই উপরোক্ত নিয়ম মেনে আপনিও খুলে ফেলুন আপনার আপওয়ার্ক একাউন্ট এবং নিজেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আরো এক ধাপ এগিয়ে নিন। এই বিষয়ে কোনো প্রশ্ন বা নতুন কিছু জানতে কমেন্ট করুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উদায় ফ্লোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Saleh Ahammad Uday
Md. Saleh Ahammad Uday
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। আমি অনলাইন বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে সাহায্য করি।