ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ঘরে বসে ইনকাম
বাংলাদেশে বর্তমানে এক বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে বেকারত্ব। কর্মসংস্থলের অভাবে হাজার হাজার যুবক বরণ করেছে বেকারত্ব। এই বেকারত্ব দূরীকরনের সবচেয়ে সহজ মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং। ঘরে বসে সহজে ইনকাম করার মাধ্যম হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন ডিজিটাল মার্কেটিং কে। সঠিক গাইড লাইন এবং পরিশ্রম-ই পারে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে।
ডিজিটাল মার্কেটিং কী?
ডিজিটাল মার্কেটিং হলো একটি মাধ্যম যার মাধ্যমে ডিজিটাল প্লাটর্ফম গুলোকে ব্যবহার করে ডিজিটালি কোনো কিছুর প্রচার-প্রচারনা চালানো। বিভিন্ন ডিজিটাল প্লাটর্ফম
যেমন:
- ফেসবুক
- ইউটিউব
- ইনস্টাগ্রাম
- ওয়েবসাইট
- গুগল ইত্যাদি
এই সকল প্লাটর্ফম গুলোকে ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। এছাড়াও ডিজিটালি কোনো কিছুর মার্কেটিং করাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে।
ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং
বর্তমানে বহুল প্রচলিত সোসাল মিডিয়া প্লাটর্ফম হলো ফেসবুক। ছোট থেকে বড় সকলেই বর্তমানে ফেসবুক ব্যবহার করে থাকে। তাই ফেসবুকের মাধ্যমে কোনো কিছুর প্রচার চালানো সহজ এবং কার্যকরী। বিভিন্ন কোম্পানি বা তাদের কোনো প্রডাক্ট ads এর মাধ্যমে প্রচার করাই মূলত ফেসবুক মার্কেটিং। সাধারনত কোনো কম্পানি তার কোনো প্রডাক্টকে মানুষের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য বা বিক্রয় করার জন্য কোনো ব্যাক্তিকে অর্থর বিনিময়ে ভাড়া করে যে ফেসবুকের মাধম্যে তার প্রডাক্টকে মানুষের কাছে পৌছে দিবে।
কোনো কোম্পানি প্রথমে কোনো ব্যাক্তিকে ভাড়া করেন কাজটি করে দেওয়ার জন্য। এ বার সে ব্যাক্তি তার ফেসবুকের মাধ্যমে তাদের প্রডাক্টের ads দেন বিভিন্ন ধাপ অনুসরন করে । এই বার মানুষ ফেসবুক চালাতে গিয়ে যখন সেই প্রডাক্টের ads দেখেন তখন মানুষ সেই প্রডাক্ট সম্পর্কে জানে এবং তা কিনার জন্য আগ্রহ পোষন করেন। একজন মার্কেটরের সবসময় বিভিন্ন বিষয় খেয়াল রেখে মার্কেটিং করতে হয় । মার্কেটিং করে দেওয়ার জন্য এইবার ক্লায়েন্ট এর নিকট থেকে পেমেন্ট পাওয়া যায়।
ইউটিউবের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং
বর্তমানে বহুল প্রচলিত সোসাল মিডিয়া প্লাটর্ফম এর মধ্যে আরো একটে হলো ইউটিউব। আমরা ইউটিউব ব্যবহার করে থাকি সাধারনত কোনো কিছু সার্চ দিয়ে খুজে পাওয়ার জন্য এবং তা ভিডিও আকারে দেখার জন্য। তবে বর্তমানে ইউটিউব কে ব্যবহার করা হয় ইন্টারটেনমেন্ট বা বিভিন্ন শিক্ষনীয় ভিডিও দেখার জন্য।
যেসকল মানুষ ইউটিউব ব্যবহার করে তাদের টার্গেট করে বিভিন্ন ব্লগ ভিডিও বানানো হয় এবং তা মানুষকে দেখানো হয় । যার ফলে কোম্পানির সেলস বৃদ্ধি পাবে। তাছাড়া ট্রেন্ডিং এ চলা ভিডিও গুলো যেগুলো মানুষ ইউটিউবে লিখে সার্চ দিবে সেই সব ভিডিও গুলোতে বিভিন্ন ads দেখিয়ে সেই প্রডাক্ট গুলোর প্রচার করা হয়। এবং সেই কাজ করে দেওয়ার কারনে পেমেন্ট পাওয়া যায়।
ইনস্টাগ্রামের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং
ইনস্টাগ্রাম ও বর্তমানে বহুল পরিচিত প্লাটর্ফম । বর্তমানে মানুষ বিভিন্ন ইন্টারটেনমেন্ট এর জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে। ছোট থেকে বড় সকলের কাছেই এটি হলো বহুল পরিচিত প্লাটর্ফম । কিছুদিন আগেও এর পরিচিতি বা ব্যবহার ছিল তুলনামুলক ভাবে অনেক কম, কিন্তু এখন মানুষের একটা বিশাল অংশ ইনস্টাগ্রাম এর সাথে যুক্ত । ফেসবুক ও ইউটিউব এর মত একই ভাবে ইনস্টাগ্রাম ব্যবহার করেও মানুষকে বিভিন্ন ads দেখিয়ে প্রডাক্টের প্রচার করা বা বিক্রয় করা হয়। এবং একই ভাবে পেমেন্ট নেওয়া হয়।
ওয়েবসাইট এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং
ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং বলতে সাধারনত ব্লগিং বা আর্টিকেল লিখার মাধ্যমে মানুষকে কোনো কিছ জানতে সাহায্য করাকে বুঝায় । একটা সময় ছিল যখন ব্লগিং বা আর্টিকেল পড়ার মাধ্যমে ইন্টারটেনমেন্ট এর প্রতি মানুষের বিশাল বড় একটা আগ্রহ ছিল । তবে বর্তমানে ভিডিও কন্টেন্ট আসার ফলে এই লাইনের প্রতি মানুষের চাহিদা তুলনামূলক কম । মানুষ এখন আর্টিকেল পড়তে আসে কোনো কিছু সার্চ দিয়ে পড়ার বা জানার জন্য । তাই বর্তমানে আর্টিকেল লিখার মাধ্যম্যে ক্যারিয়ার গড়তে হলে এমন কিছু লিখতে হবে যেন মানুষ তা লিখে সার্চ দেয় এবং লিখার ধরন এমন হতে হবে যেন মানুষের তা পড়ার প্রতি আগ্রহ জাগে। মানুষ যখন আমাদের ওয়েবসাইটে কিছু পড়তে আসবে তখন সেই সকল মানুষ থেকে আমরা ইনকাম করতে পারি।
সাধারনত দুই ভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় । যেমন:
- Google AdSense
- Affiliate marketing
Google AdSense: Google AdSense হচ্ছে গুগলের একটা বিজ্ঞাপন (ads) নেটওয়ার্ক যেটা ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেলে ব্যবহার করে ইনকাম করা যায়। সহজভাবে বললে ওয়েবসাইট দিয়ে apply করে AdSense account খোলা লাগে। Approval পাওয়ার পর গুগল সেই সাইটে বিজ্ঞাপন দেখাবে। ভিজিটররা বিজ্ঞাপনে ক্লিক করে দেখলে আমরা টাকা পাবো।
তবে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে Google AdSense পাওয়ার জন্য। যেমন:
- কন্টেন্ট হতে হবে original ও quality-ful।
- AdSense policy মানতে হবে, না হলে account suspend হয়ে যাবে।
- বাংলাদেশে সাধারণত CPC (Cost Per Click) কম থাকে (প্রতি ক্লিক কয়েক সেন্ট), কিন্তু US/UK traffic পেলে রেট বেশি।
- নিজের বিজ্ঞাপনে কখনোই ক্লিক করা যাবে না (এটা policy ভঙ্গ হবে)। ইত্যাদি
Affiliate Marketing: Affiliate Marketing বলতে আমরা অন্য কারও পণ্য বা সার্ভিস প্রচার করব, আর যখন কেউ আমাদের লিংক ব্যবহার করে সেই জিনিস কিনবে বা সাইন আপ করবে তখন আমরা কমিশন পাবে। এর জন্য প্রথমে Affiliate Program এ Join করতে হবে(যেমন: Amazon Associates, ClickBank, ShareASale, Impact, Daraz Affiliate, ইত্যাদি)। এই বার তারা আমাদের একটা Unique Affiliate Link দিবে যাতে ট্র্যাক করা যায় কাস্টমার আমাদের লিংক থেকে এসেছে। এইবার কেউ আমাদের লিংক দিয়ে প্রোডাক্ট কিনলে, আমরা নির্দিষ্ট শতাংশ কমিশন পাবে। কমিশনের পরিমাণ কোম্পানি ভেদে ভিন্ন (৫%–৭০% পর্যন্ত হতে পারে)।
যেমন:
- ধরা যাক আমরা একটা ওয়েবসাইটে “Best Earphones Under 1000 Taka” নামে আর্টিকেল লিখলাম।
- সেখানে Amazon বা Daraz-এর Affiliate লিংক দিলাম।
- ভিজিটর যদি আমাদের লিংক থেকে ইয়ারফোন কেনে তাহলে আমরা কমিশন পাবো।
গুগল এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং
আমদের কাছে বহুল পরিচিত সার্চ ইঞ্জিন হলো গুগল । আমরা কোন কিছু সার্চ করতে চাইলে প্রথমেই আসে গুগল এর নাম । নিভূল ও মান সম্মত তথ্য দেওয়ার জন্য গুগল বেশ পরিচিত। গুগলে ads দেখিয়ে প্রোডাক্ট প্রচার করার মাধ্যমে ইনকাম করতে পারি। আবার SEO করে কিছুটা সময় পরে ফ্রি ভিজিটর পাওয়া যায়।
SEO: SEO (Search Engine Optimization) মানে হলো আমাদের ওয়েবসাইটকে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে আনার প্রক্রিয়া। এর ফলে আমাদের ওয়েবসাইটে ফ্রি ট্রাফিক (organic visitor) আসবে। SEO করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে প্রথম পেজে দেখাতে পারি। একবার ওয়েবসাইট উপরে উঠে গেলে অনেকদিন ফ্রি ভিজিটর আসবে। বিজ্ঞাপন ছাড়া দীর্ঘমেয়াদে ট্রাফিক পাওয়া যায়। আবার Brand value তৈরি হয়।
সহজ ভাবে বলা যায়, ধরে নিই আমরা “Best Earphone Under 1000 Taka” বিষয়ে একটা ব্লগ পোস্ট লিখলাম। যদি আমাদের পোস্ট SEO করা থাকে এবং কেউ গুগলে এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাদের সাইট প্রথম দিকে আসবে, আর ভিজিটররা আমাদের সাইটে ঢুকবে।
ডিজিটাল মার্কেটিং এ ইনকাম কেমন?
কাজ ভেদে আমরা মাসিক ১০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারি। বিভিন্ন মার্কেটপ্লেস যেমন: Upwork, Fiverr, Freelancer.com ইত্যাদিতে কাজ করে ইনকাম করতে পারি। যদি বাইরের দেশ গুলোর ক্লায়েন্ট (Client) এর হয়ে কাজ করি তাহলে আমরা সাধারনত ডলার ($ / USD) এর মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকি। Fiverr, Upwork, AdSense, Affiliate Marketing—সব জায়গায় পেমেন্ট ডলার এর মাধ্যমে হয়। তারা বাংলাদেশে সরাসরি টাকা না দিয়ে $ / USD পাঠায়, যেটা পরে ব্যাংক/পেমেন্ট গেটওয়ের মাধ্যমে BDT (টাকা) তে রূপান্তর হয়। বর্তমানে ডলার রেট ১২১.৪১ টাকা , তবে এটা বিভিন্ন সময় উঠা নামা করে।
ডিজিটাল মার্কেটিং এর ভবিষৎ কেমন?
ডিজিটাল মার্কেটিং-এর ভবিষ্যৎ বর্তমানে অনেক উজ্জল কারণ যত দিন যাচ্ছে তত মানুষ অনলাইনে বেশি সময় কাটাচ্ছে আর ব্যবসাগুলোও ক্রমাগত অনলাইনে সরে আসছে। এবং আরও যত দিন যাবে মানুষ আরো অনলাইন মুখি হয়ে যাচ্ছে। সহজভাবে বললে ডিজিটাল মার্কেটিং হলো "আজকের স্কিল" আর "আগামী দিনের গোল্ডেন ক্যারিয়ার"। যে এখন থেকে এটা শিখবে, ভবিষ্যতে তার সুযোগ অনেক বেশি।
উদায় ফ্লোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url