আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ - আরবি ১২ মাসের নাম
আরবি বা হিজরি মাসের ক্যালেন্ডার ২০২৬ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সময়গণনা পদ্ধতি। রমজান, হজ্জ ও ঈদসহ সকল ধর্মীয় কার্যক্রম এই ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়। চাদের গতিপথে
তৈরি হওয়ায় এটি প্রকৃতির সাথে সময়ের সংযোগ ঘটায়। মুসলিম ঐক্য, ধর্মীয় ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে এর বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি মুসলিম সমাজে অপরিহার্য ভূমিকা পালন করে। আসুন তাহলে আমরা আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ দেখে নিয়, যাতে করে arbi maser calendar 2026 সালের কোনো ইভেন্ট মিস না হয়ে যায়। এবং আমরা আরবি মাস সম্পর্কে জানতে পারি।
আরবি ক্যালেন্ডারের উৎপত্তি
আমরা কী জানি আরবি ক্যালেন্ডারের কীভাবে উৎপত্তি হলো? আনেকেই জানি না, আরবি
ক্যালেন্ডার এবং এর উৎপত্তি সম্পর্কে একজন মুসলমানের জানাটা জরুরী। আসুন আমরা আজ
আরবি মাসের ক্যালেন্ডারের উৎপত্তি সম্পর্কে জানার চেষ্টা করি। আরবি ক্যালেন্ডার
বা হিজরি ক্যালেন্ডার হচ্ছে একধরনের চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার।
যা ইসলাম
ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুষ্ঠান ও সময় নির্ধারণে ব্যবহার করে থাকে। এই
ক্যালেন্ডারের উৎপত্তি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে
হিজরাত, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদিনায় গমন। ইসলামের প্রাথমিক যুগে আরবরা বিভিন্ন গোত্রভেদে নিজস্ব তারিখ ব্যবহার করত। এতে
বিভ্রান্তি সৃষ্টি হতো।
খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর খিলাফতকালে অথাৎ ৬৩৮
খ্রিষ্টাব্দে প্রশাসনিক কাজের সুবিধার জন্য একক ইসলামি বর্ষপঞ্জি প্রবর্তনের
সিদ্ধান্ত নেওয়া হয়। তখন খলিফা উমর (রা.) সাহাবিদের সাথে পরামর্শ করেন
ইসলামের ইতিহাসের কোন ঘটনাকে ভিত্তি করে নতুন ক্যালেন্ডার শুরু করা হবে। তখন অনেক
প্রস্তাব আসে যেমন: নবীর জন্ম, নবুওয়াত লাভ, হিজরত এই নিয়ে।
সবাই একমত হন যে
হিজরাতের বছর ইসলামি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাই ক্যালেন্ডারের সূচনা হয়
হিজরাতের বছর অথাৎ ৬২২ খ্রিষ্টাব্দ থেকে। এভাবেই এর নাম হয় হিজরি ক্যালেন্ডার।
হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণ চাঁদের আবর্তন অনুযায়ী চলে। তাই প্রতিটি মাস হয় ২৯ বা
৩০ দিনের। একটি হিজরি বছর মোটামুটি ৩৫৪ দিন মানে সৌর বছরের চেয়ে প্রায় ১১ দিন
ছোট।
ফলে হিজরি মাসগুলো ধীরে ধীরে ঋতু পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হয়। যেমন: রমজান
কখনও গ্রীষ্মে, কখনও শীতে আসে।
আরবি বা হিজরি মাসগুলোর নাম জানুন
- রজব ১৪৪৭ --- জানুয়ারি ২০২৬
- শাবান ১৪৪৭ --- ফেব্রুয়ারি ২০২৬
- রমজান ১৪৪৭ --- মার্চ ২০২৬
- শাওয়াল ১৪৪৭ --- এপ্রিল ২০২৬
- জ্বিলকদ ১৪৪৭ --- মে ২০২৬
- জ্বিলহজ্জ ১৪৪৭ --- জুন ২০২৬
- মুহাররম ১৪৪৭ --- জুলাই ২০২৬
- সফর ১৪৪৭ --- অগাষ্ট ২০২৬
- রবিউল আওয়াল ১৪৪৭ --- সেপ্টেম্বর ২০২৬
- রবিউস সানি ১৪৪৭ --- অক্টোবর ২০২৬
- জামাদিউল আওয়াল ১৪৪৭ --- নভেম্বর ২০২৬
- জামাদিউস সানি ১৪৪৭ --- ডিসেম্বর ২০২৬
আরবি মাসের কত তারিখ আজ ২০২৬
অনেকেই জানতে চাইছেন আজ আরবি মাসের কত তারিখ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইংরেজি
ক্যালেন্ডার দেখে অভ্যস্ত কারণ সেটা সহজে বুঝা যায়। কিন্ত কিছু মানুষ আছে যারা
ইসলামি দৃষ্টিকোণ থেকে হিসাব-নিকাশ সহ সকল কাজ আরবি বা হিজরি মাসের তারিখ অনুযায়ী
করে থাকে। অনেকেই জানেন না যে আজ আরবি মাসের কত তারিখ ২০২৬। তাই জানার জন্য নিচে
২০২৬ সালের আরবি ক্যালেন্ডার এবং আজ আরবি মাসের কত তারিখ তা নিয়ে আলোচনা
করব।
জানুয়ারি মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
ইংরেজি মাসের প্রথম দিন অথাৎ ১ জানুয়ারি বৃহস্পতিবার হবে আরবি বা হিজরী রজব
মাসের ১১তারিখ ১৪৪৭। রজব মাসটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই রজব মাসের ২৭ তারিখ যা
ইংরেজি জানুয়ারি মাসের ১৭ তারিখ ২০২৬ শুক্রবার এই দিনটি শবে মিরাজ হিসেবে পরিচিত।
এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মিরাজে আরশে আজিম গমন করেছিলেন।
তাছাড়াও ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বিজ বলে। এই দিনগুলোতে রোজ রাখা সুন্নত।
নবীজি রাখতেন।
ইংরেজি তারিখ | বার | আরবি/হিজরী তারিখ |
---|---|---|
১ - জানুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ১১ - রজব - ১৪৪৭ |
২ - জানুয়ারি - ২০২৬ | শুক্রবার | ১২ - রজব - ১৪৪৭ |
৩ - জানুয়ারি - ২০২৬ | শনিবার | ১৩ - রজব - ১৪৪৭ |
৪ - জানুয়ারি - ২০২৬ | রবিবার | ১৪ - রজব - ১৪৪৭ |
৫ - জানুয়ারি - ২০২৬ | সোমবার | ১৫ - রজব - ১৪৪৭ |
৬ - জানুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ১৬ - রজব - ১৪৪৭ |
৭ - জানুয়ারি - ২০২৬ | বুধবার | ১৭ - রজব - ১৪৪৭ |
৮ - জানুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ১৮ - রজব - ১৪৪৭ |
৯ - জানুয়ারি - ২০২৬ | শুক্রবার | ১৯ - রজব - ১৪৪৭ |
১০ - জানুয়ারি - ২০২৬ | শনিবার | ২০ - রজব - ১৪৪৭ |
১১ - জানুয়ারি - ২০২৬ | রবিবার | ২১ - রজব - ১৪৪৭ |
১২ - জানুয়ারি - ২০২৬ | সোমবার | ২২ - রজব - ১৪৪৭ |
১৩ - জানুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ২৩ - রজব - ১৪৪৭ |
১৪ - জানুয়ারি - ২০২৬ | বুধবার | ২৪ - রজব - ১৪৪৭ |
১৫ - জানুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ২৫ - রজব - ১৪৪৭ |
১৬ - জানুয়ারি - ২০২৬ | শুক্রবার | ২৬ - রজব - ১৪৪৭ |
১৭ - জানুয়ারি - ২০২৬ | শনিবার | ২৭ - রজব - ১৪৪৭ |
১৮ - জানুয়ারি - ২০২৬ | রবিবার | ২৮ - রজব - ১৪৪৭ |
১৯ - জানুয়ারি - ২০২৬ | সোমবার | ২৯ - রজব - ১৪৪৭ |
২০ - জানুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ৩০ - রজব - ১৪৪৭ |
২১ - জানুয়ারি - ২০২৬ | বুধবার | ১ - শাবান - ১৪৪৭ |
২২ - জানুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ২ - শাবান - ১৪৪৭ |
২৩ - জানুয়ারি - ২০২৬ | শুক্রবার | ৩ - শাবান - ১৪৪৭ |
২৪ - জানুয়ারি - ২০২৬ | শনিবার | ৪ - শাবান - ১৪৪৭ |
২৫ - জানুয়ারি - ২০২৬ | রবিবার | ৫ - শাবান - ১৪৪৭ |
২৬ - জানুয়ারি - ২০২৬ | সোমবার | ৬ - শাবান - ১৪৪৭ |
২৭ - জানুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ৭ - শাবান - ১৪৪৭ |
২৮ - জানুয়ারি - ২০২৬ | বুধবার | ৮ - শাবান - ১৪৪৭ |
২৯ - জানুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ৯ - শাবান - ১৪৪৭ |
৩০ - জানুয়ারি - ২০২৬ | শুক্রবার | ১০ - শাবান - ১৪৪৭ |
৩১ - জানুয়ারি - ২০২৬ | শনিবার | ১১ - শাবান - ১৪৪৭ |
ফেব্রুয়ারী মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
পুরা ফেব্রুয়ারী মাস জুরে আরবি শাবন ও রমজান মাস চলবে। শাবান মাসে লাইলাতুল
বারাত বা শবে বারাত রয়েছে। এই মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ নফল রোজা রাখা
সুন্নত। আবার ফেব্রুয়ারী মাসের ১৯ তারিখ রোজ বৃহস্পতিবার থেকে রমজান
মাসের প্রথম দিন ( চাদ দেখার উপর নির্ভরশীল)। যা মুসলিমদের জন্য সবচেয়ে
পবিত্র মাস। এই মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ঠি লাভ করা যায়। এবং
রমজান মাসের মধ্যে রয়েছে দোয়া কবুলের রাত শবে কদর।
ইংরেজি তারিখ | বার | আরবি/হিজরী তারিখ |
---|---|---|
১ - ফেব্রুয়ারি - ২০২৬ | রবিবার | ১২ - শাবান - ১৪৪৭ |
২ - ফেব্রুয়ারি - ২০২৬ | সোমবার | ১৩ - শাবান - ১৪৪৭ |
৩ - ফেব্রুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ১৪ - শাবান - ১৪৪৭ |
৪ - ফেব্রুয়ারি - ২০২৬ | বুধবার | ১৫ - শাবান - ১৪৪৭ |
৫ - ফেব্রুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ১৬ - শাবান - ১৪৪৭ |
৬ - ফেব্রুয়ারি - ২০২৬ | শুক্রবার | ১৭ - শাবান - ১৪৪৭ |
৭ - ফেব্রুয়ারি - ২০২৬ | শনিবার | ১৮ - শাবান - ১৪৪৭ |
৮ - ফেব্রুয়ারি - ২০২৬ | রবিবার | ১৯ - শাবান - ১৪৪৭ |
৯ - ফেব্রুয়ারি - ২০২৬ | সোমবার | ২০ - শাবান - ১৪৪৭ |
১০ - ফেব্রুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ২১ - শাবান - ১৪৪৭ |
১১ - ফেব্রুয়ারি - ২০২৬ | বুধবার | ২২ - শাবান - ১৪৪৭ |
১২ - ফেব্রুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ২৩ - শাবান - ১৪৪৭ |
১৩ - ফেব্রুয়ারি - ২০২৬ | শুক্রবার | ২৪ - শাবান - ১৪৪৭ |
১৪ - ফেব্রুয়ারি - ২০২৬ | শনিবার | ২৫ - শাবান - ১৪৪৭ |
১৫ - ফেব্রুয়ারি - ২০২৬ | রবিবার | ২৬ - শাবান - ১৪৪৭ |
১৬ - ফেব্রুয়ারি - ২০২৬ | সোমবার | ২৭ - শাবান - ১৪৪৭ |
১৭ - ফেব্রুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ২৮ - শাবান - ১৪৪৭ |
১৮ - ফেব্রুয়ারি - ২০২৬ | বুধবার | ২৯ - শাবান - ১৪৪৭ |
১৯ - ফেব্রুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ১ - রমজান - ১৪৪৭ |
২০ - ফেব্রুয়ারি - ২০২৬ | শুক্রবার | ২ - রমজান - ১৪৪৭ |
২১ - ফেব্রুয়ারি - ২০২৬ | শনিবার | ৩ - রমজান - ১৪৪৭ |
২২ - ফেব্রুয়ারি - ২০২৬ | রবিবার | ৪ - রমজান - ১৪৪৭ |
২৩ - ফেব্রুয়ারি - ২০২৬ | সোমবার | ৫ - রমজান - ১৪৪৭ |
২৪ - ফেব্রুয়ারি - ২০২৬ | মঙ্গলবার | ৬ - রমজান - ১৪৪৭ |
২৫ - ফেব্রুয়ারি - ২০২৬ | বুধবার | ৭ - রমজান - ১৪৪৭ |
২৬ - ফেব্রুয়ারি - ২০২৬ | বৃহস্পতিবার | ৮ - রমজান - ১৪৪৭ |
২৭ - ফেব্রুয়ারি - ২০২৬ | শুক্রবার | ৯ - রমজান - ১৪৪৭ |
২৮ - ফেব্রুয়ারি - ২০২৬ | শনিবার | ১০ - রমজান - ১৪৪৭ |
মার্চ মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
আরবি রমজান ও শাওয়াল মাস নিয়ে ইংরেজি মার্চ মাস হয় ২০২৬ সালে। শাওয়াল মাসের
প্রথম দিন উদযাপিত হয় ঈদ উল ফিতর। এটি মুসলিমদের প্রধান একটি উৎসব। তারপরই
শাওয়াল মাস। ইসলামে শাওয়াল মাসে ৬টি রোজা রাখা অনেক সওয়াবের।
ইংরেজি তারিখ | বার | আরবি/হিজরী তারিখ |
---|---|---|
১ - মার্চ - ২০২৬ | রবিবার | ১১ - রমজান - ১৪৪৭ |
২ - মার্চ - ২০২৬ | সোমবার | ১২ - রমজান - ১৪৪৭ |
৩ - মার্চ - ২০২৬ | মঙ্গলবার | ১৩ - রমজান - ১৪৪৭ |
৪ - মার্চ - ২০২৬ | বুধবার | ১৪ - রমজান - ১৪৪৭ |
৫ - মার্চ - ২০২৬ | বৃহস্পতিবার | ১৫ - রমজান - ১৪৪৭ |
৬ - মার্চ - ২০২৬ | শুক্রবার | ১৬ - রমজান - ১৪৪৭ |
৭ - মার্চ - ২০২৬ | শনিবার | ১৭ - রমজান - ১৪৪৭ |
৮ - মার্চ - ২০২৬ | রবিবার | ১৮ - রমজান - ১৪৪৭ |
৯ - মার্চ - ২০২৬ | সোমবার | ১৯ - রমজান - ১৪৪৭ |
১০ - মার্চ - ২০২৬ | মঙ্গলবার | ২০ - রমজান - ১৪৪৭ |
১১ - মার্চ - ২০২৬ | বুধবার | ২১ - রমজান - ১৪৪৭ |
১২ - মার্চ - ২০২৬ | বৃহস্পতিবার | ২২ - রমজান - ১৪৪৭ |
১৩ - মার্চ - ২০২৬ | শুক্রবার | ২৩ - রমজান - ১৪৪৭ |
১৪ - মার্চ - ২০২৬ | শনিবার | ২৪ - রমজান - ১৪৪৭ |
১৫ - মার্চ - ২০২৬ | রবিবার | ২৫ - রমজান - ১৪৪৭ |
১৬ - মার্চ - ২০২৬ | সোমবার | ২৬ - রমজান - ১৪৪৭ |
১৭ - মার্চ - ২০২৬ | মঙ্গলবার | ২৭ - রমজান - ১৪৪৭ |
১৮ - মার্চ - ২০২৬ | বুধবার | ২৮ - রমজান - ১৪৪৭ |
১৯ - মার্চ - ২০২৬ | বৃহস্পতিবার | ২৯ - রমজান - ১৪৪৭ |
২০ - মার্চ - ২০২৬ | শুক্রবার | ৩০ - রমজান - ১৪৪৭ |
২১ - মার্চ - ২০২৬ | শনিবার | ১ - শাওয়াল - ১৪৪৭ |
২২ - মার্চ - ২০২৬ | রবিবার | ২ - শাওয়াল - ১৪৪৭ |
২৩ - মার্চ - ২০২৬ | সোমবার | ৩ - শাওয়াল - ১৪৪৭ |
২৪ - মার্চ - ২০২৬ | মঙ্গলবার | ৪ - শাওয়াল - ১৪৪৭ |
২৫ - মার্চ - ২০২৬ | বুধবার | ৫ - শাওয়াল - ১৪৪৭ |
২৬ - মার্চ - ২০২৬ | বৃহস্পতিবার | ৬ - শাওয়াল - ১৪৪৭ |
২৭ - মার্চ - ২০২৬ | শুক্রবার | ৭ - শাওয়াল - ১৪৪৭ |
২৮ - মার্চ - ২০২৬ | শনিবার | ৮ - শাওয়াল - ১৪৪৭ |
২৯ - মার্চ - ২০২৬ | রবিবার | ৯ - শাওয়াল - ১৪৪৭ |
৩০ - মার্চ - ২০২৬ | সোমবার | ১০ - শাওয়াল - ১৪৪৭ |
৩১ - মার্চ - ২০২৬ | মঙ্গলবার | ১১ - শাওয়াল - ১৪৪৭ |
এপ্রিল মাসের আরবি ক্যালেন্ডার ২০২৬
এপ্রিল মাসের ১৯ তারিখ হবে জ্বিলকদ মাসের ১ তারিখ। জিলকদ হচ্ছে হজের তিন
পবিত্র মাসের একটি। মুসলমানরা এই মাসে মক্কায় হজের প্রস্তুতি শুরু করেন।
হুদায়বিয়া চুক্তি নবী মুহাম্মদ (সা.) ও কুরাইশদের মধ্যে জিলকদ মাসেই সম্পন্ন
হয়। যা ইসলামের ইতিহাসে শান্তির মোড় ঘুরিয়ে দেয়।
ইংরেজি তারিখ | বার | আরবি/হিজরী তারিখ |
---|---|---|
১-এপ্রিল-২০২৬ | বুধবার | ১২-শাওয়াল-১৪৪৭ |
২-এপ্রিল-২০২৬ | বৃহস্পতিবার | ১৩-শাওয়াল-১৪৪৭ |
৩-এপ্রিল-২০২৬ | শুক্রবার | ১৪-শাওয়াল-১৪৪৭ |
৪-এপ্রিল-২০২৬ | শনিবার | ১৫-শাওয়াল-১৪৪৭ |
৫-এপ্রিল-২০২৬ | রবিবার | ১৬-শাওয়াল-১৪৪৭ |
৬-এপ্রিল-২০২৬ | সোমবার | ১৭-শাওয়াল-১৪৪৭ |
৭-এপ্রিল-২০২৬ | মঙ্গলবার | ১৮-শাওয়াল-১৪৪৭ |
৮-এপ্রিল-২০২৬ | বুধবার | ১৯-শাওয়াল-১৪৪৭ |
৯-এপ্রিল-২০২৬ | বৃহস্পতিবার | ২০-শাওয়াল-১৪৪৭ |
১০-এপ্রিল-২০২৬ | শুক্রবার | ২১-শাওয়াল-১৪৪৭ |
১১-এপ্রিল-২০২৬ | শনিবার | ২২-শাওয়াল-১৪৪৭ |
১২-এপ্রিল-২০২৬ | রবিবার | ২৩-শাওয়াল-১৪৪৭ |
১৩-এপ্রিল-২০২৬ | সোমবার | ২৪-শাওয়াল-১৪৪৭ |
১৪-এপ্রিল-২০২৬ | মঙ্গলবার | ২৫-শাওয়াল-১৪৪৭ |
১৫-এপ্রিল-২০২৬ | বুধবার | ২৬-শাওয়াল-১৪৪৭ |
১৬-এপ্রিল-২০২৬ | বৃহস্পতিবার | ২৭-শাওয়াল-১৪৪৭ |
১৭-এপ্রিল-২০২৬ | শুক্রবার | ২৮-শাওয়াল-১৪৪৭ |
১৮-এপ্রিল-২০২৬ | শনিবার | ২৯-শাওয়াল-১৪৪৭ |
১৯-এপ্রিল-২০২৬ | রবিবার | ১-জ্বিলকদ-১৪৪৭ |
২০-এপ্রিল-২০২৬ | সোমবার | ২-জ্বিলকদ-১৪৪৭ |
২১-এপ্রিল-২০২৬ | মঙ্গলবার | ৩-জ্বিলকদ-১৪৪৭ |
২২-এপ্রিল-২০২৬ | বুধবার | ৪-জ্বিলকদ-১৪৪৭ |
২৩-এপ্রিল-২০২৬ | বৃহস্পতিবার | ৫-জ্বিলকদ-১৪৪৭ |
২৪-এপ্রিল-২০২৬ | শুক্রবার | ৬-জ্বিলকদ-১৪৪৭ |
২৫-এপ্রিল-২০২৬ | শনিবার | ৭-জ্বিলকদ-১৪৪৭ |
২৬-এপ্রিল-২০২৬ | রবিবার | ৮-জ্বিলকদ-১৪৪৭ |
২৭-এপ্রিল-২০২৬ | সোমবার | ৯-জ্বিলকদ-১৪৪৭ |
২৮-এপ্রিল-২০২৬ | মঙ্গলবার | ১০-জ্বিলকদ-১৪৪৭ |
২৯-এপ্রিল-২০২৬ | বুধবার | ১১-জ্বিলকদ-১৪৪৭ |
৩০-এপ্রিল-২০২৬ | বৃহস্পতিবার | ১২-জ্বিলকদ-১৪৪৭ |
উদায় ফ্লোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url